আমার পছন্দের ১০ টি Hollywood Action Movies এর নাম যদি বলতে হয় তাহলে সেটা বলা খুব কঠিন একটি কাজ হবে, কারন Hollywood এর প্রচুর Action সিনেমা আছে যেগুলির সব কটি ই আমার খুব ই পছন্দের, সেই গুলি এক একটি এক এক ধরনের Action আমাদের কাছে উপস্থাপন করে, সেই ক্ষেত্রে আমি সিনেমা গুলি কে কয়েকটি বিভাগ এ বিভক্ত করে নিলাম।
আমার আজকের এই ব্লগ পোস্ট টি তে আমি আমার পছন্দের সর্বকালের সেরা ১০ টি Hollywood Action Movies এর নাম বললাম, এই সিনেমা গুলি সবকটিই খুব ভাল, সেই জন্যে এখানে সিনেমা র নাম পর পর দেওয়া হল, শুধু লেখার ও আপনাদের পড়ার সুবিধার জন্যে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে। তাহলে আসুন দেখেনি আমার পছন্দের ১০ টি Hollywood Action Movies, আশাকরি এই সিনেমা গুলি আপনাদের ও পছন্দ হবে।
Director: James Cameron
Writers: James Cameron, William Wisher
Stars: Arnold Schwarzenegger, Linda Hamilton, Edward Furlong
Director: John Woo
Writers: Bruce Geller (creator television series Mission: Impossible), Ronald D. Moore (story) |
Stars: Tom Cruise, Dougray Scott, Thandie Newton
Stars: Russell Crowe, Joaquin Phoenix, Connie Nielsen
Gladiator (2000) সিনেমা টি রোমান সাম্রাজ্যের পটভূমি র উপর আধারিত। এই সিনেমা টি তে Russell Crowe এর দুর্দম অভিনয় আমরা দেখতে পাই। রোমান সাম্রাজ্যের এর সেনাপাতির Gladiator হয়ে ওঠার ও তার বিরুদ্ধে হয়া ষড়যন্ত্রের প্রতিশোধ নিয়ে সিনেমা টির পটভূমি রচনা করা হয়েছে। রোমহর্ষক কিছু Action মুহূর্ত এই সিনেমা টি তে আমরা দেখেত পাই।
Directors: Lana Wachowski (as The Wachowski Brothers), Lilly Wachowski (as The Wachowski Brothers)
Writers: Lilly Wachowski (as The Wachowski Brothers), Lana Wachowski (as The Wachowski Brothers)
Stars: Keanu Reeves, Laurence Fishburne, Carrie-Anne Moss
The Matrix (1999) সিনেমা টি একটি Sci-fi সিনেমা। এটি ৯০ দশকের খুব ই জনপ্রিয় একটি Action সিনেমা। এই সিনেমা টির Action মুহূর্ত গুলি এতটাই আকর্ষণীয় যে ভারতীয় অনেক সিনেমা এমন কি বিদেশে ও প্রচুর সিনেমা র দৃশ্য এই সিনেমা টির আদলে প্রস্তুত করা হয়েছে। এই সিনেমা টির আর ২ টি পর্ব আছে যথাক্রমে The Matrix Reloaded (2003) ও The Matrix Revolutions (2003).
আমার আজকের এই ব্লগ পোস্ট টি তে আমি আমার পছন্দের সর্বকালের সেরা ১০ টি Hollywood Action Movies এর নাম বললাম, এই সিনেমা গুলি সবকটিই খুব ভাল, সেই জন্যে এখানে সিনেমা র নাম পর পর দেওয়া হল, শুধু লেখার ও আপনাদের পড়ার সুবিধার জন্যে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে। তাহলে আসুন দেখেনি আমার পছন্দের ১০ টি Hollywood Action Movies, আশাকরি এই সিনেমা গুলি আপনাদের ও পছন্দ হবে।
১. Terminator 2: Judgment Day (1991)
Director: James Cameron
Writers: James Cameron, William Wisher
Stars: Arnold Schwarzenegger, Linda Hamilton, Edward Furlong
Terminator 2: Judgment Day সিনেমা টি আমার অনেক ছোট বেলায় দেখা, কিন্তু আজ ও এই সিনেমা টি আমার পছন্দের তালিকাতে প্রথম সারি তে রয়েছে। এই সিনেমা টির প্রথম পর্ব The Terminator (1984) সিনেমা টি ও যথেষ্ট ভাল। এর পরেও সিনেমা টির অনেক পর্ব আছে কিন্তু সেগুলি আমার অত পছন্দের নয়।
2. Mission: Impossible II (2000)
Director: John Woo
Writers: Bruce Geller (creator television series Mission: Impossible), Ronald D. Moore (story) |
Stars: Tom Cruise, Dougray Scott, Thandie Newton
Mission: Impossible II সিনেমা টি ও আমার পছন্দের প্রথম সারিতে, এই সিনেমা টির প্রথম পর্ব Mission: Impossible (1996) থেকেই Tom Cruise এর আভিনেতা হিসেবে উত্থান শুরু হয়।
Mission Impossible এর মোট ৮ টি সিনেমা এখন ও পর্যন্ত মুক্তি পেয়েছে এবং আরও ২ টি সিনেমা মুক্তির পথে, এবং সবকটি পর্ব ই এক টির থেকে একটি ভাল।
Director: Ridley Scott
Writers: David Franzoni (story), David Franzoni (screenplay) | ৩. Gladiator (2000)
Director: Ridley Scott
Stars: Russell Crowe, Joaquin Phoenix, Connie Nielsen
Gladiator (2000) সিনেমা টি রোমান সাম্রাজ্যের পটভূমি র উপর আধারিত। এই সিনেমা টি তে Russell Crowe এর দুর্দম অভিনয় আমরা দেখতে পাই। রোমান সাম্রাজ্যের এর সেনাপাতির Gladiator হয়ে ওঠার ও তার বিরুদ্ধে হয়া ষড়যন্ত্রের প্রতিশোধ নিয়ে সিনেমা টির পটভূমি রচনা করা হয়েছে। রোমহর্ষক কিছু Action মুহূর্ত এই সিনেমা টি তে আমরা দেখেত পাই।
৪. The Matrix (1999)
Directors: Lana Wachowski (as The Wachowski Brothers), Lilly Wachowski (as The Wachowski Brothers)
Writers: Lilly Wachowski (as The Wachowski Brothers), Lana Wachowski (as The Wachowski Brothers)
Stars: Keanu Reeves, Laurence Fishburne, Carrie-Anne Moss
The Matrix (1999) সিনেমা টি একটি Sci-fi সিনেমা। এটি ৯০ দশকের খুব ই জনপ্রিয় একটি Action সিনেমা। এই সিনেমা টির Action মুহূর্ত গুলি এতটাই আকর্ষণীয় যে ভারতীয় অনেক সিনেমা এমন কি বিদেশে ও প্রচুর সিনেমা র দৃশ্য এই সিনেমা টির আদলে প্রস্তুত করা হয়েছে। এই সিনেমা টির আর ২ টি পর্ব আছে যথাক্রমে The Matrix Reloaded (2003) ও The Matrix Revolutions (2003).
৫. Die Hard (1988)
Director: John McTiernan
Writers: Roderick Thorp (novel), Jeb Stuart (screenplay)
Stars: Bruce Willis, Alan Rickman, Bonnie Bedelia
Die Hard (1988) সিনেমা টি আতঙ্কবাদি দ্বারা কব্জা করা একটি বহুতল থেকে বন্দি জনগন ও নায়কের পরিবারের সদস্য দের মুক্ত করার পটভূমি র উপর কেন্দ্রিত। এই সিনেমা টি তে Bruce Willis এর দুর্দান্ত অভিনয় আর চিত্রনাট্যের রোমাঞ্চ আমাদের অভিভুত করে। এই সিনেমা টির আর ৪ টি পর্ব আছে যথাক্রমে Die Hard 2 (1990), Die Hard with a Vengeance (1995), Live Free or Die Hard (2007) ও A Good Day to Die Hard (2013).
৬. 300 (2006)
Director: Zack Snyder
Writers: Zack Snyder (screenplay), Kurt Johnstad (screenplay) |
Stars: Gerard Butler, Lena Headey, David Wenham
300 (2006) সিনেমা টি ৪৮০ খ্রিস্টপূর্ব তে হওয়া ৩০০ স্পার্টা যোদ্ধা দের সাথে শতসহস্র পারসি যোদ্ধা দের যুদ্ধের লোককাহিনী র উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই সিনেমা টির রুদ্ধশ্বাস Action মুহূর্ত গুলি আপনার বার বার দেখতে মন চাইবে। এই সিনেমা টির আর ১ টি পর্ব 300: Rise of an Empire (2014),
Writers: Zack Snyder (screenplay), Kurt Johnstad (screenplay) |
Stars: Gerard Butler, Lena Headey, David Wenham
300 (2006) সিনেমা টি ৪৮০ খ্রিস্টপূর্ব তে হওয়া ৩০০ স্পার্টা যোদ্ধা দের সাথে শতসহস্র পারসি যোদ্ধা দের যুদ্ধের লোককাহিনী র উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই সিনেমা টির রুদ্ধশ্বাস Action মুহূর্ত গুলি আপনার বার বার দেখতে মন চাইবে। এই সিনেমা টির আর ১ টি পর্ব 300: Rise of an Empire (2014),
৭. The Dark Knight (2008)
Director: Christopher Nolan
Writers: Jonathan Nolan (screenplay), Christopher Nolan (screenplay) |
Stars: Christian Bale, Heath Ledger, Aaron Eckhart
The Dark Knight (2008) সিনেমা টি আমার এই লিস্ট এর একমাত্র সুপার হিরো সিনেমা, এই সিনেমা টি তে রোমাঞ্চকর Action মুহূর্ত এর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন খুব ই ভাল একটি পটকথা এবং Heath Ledger এর জীবনের অন্তিম এবং সর্ব সেরা অস্কার জয়ী অভিনয়। এই সিনেমা টির আগের একটি পর্ব আর এর পরের ১ টি পর্ব আছে সেগুলি হল Batman Begins (2005) ও The Dark Knight Rises (2012)।
8. The Raid: Redemption (2011)
Writer: Gareth Evans (as Gareth Huw Evans)Stars: Iko Uwais, Ananda George, Ray Sahetapy |
The Raid: Redemption (2011) সিনেমা টি তে একটি পুলিস টিম এর একটি দুষ্কৃতী অধিকৃত বহুতল এ আটকে পড়ার পটকথা নিয়ে নির্মিত। এই সিনেমা টি তে আমার রুদ্ধশ্বাস Martial Arts Action দেখতে পাই।
এই সিনেমা টির আর একটি পর্ব হল The Raid 2 (2014).
৯. John Wick (2014)
Directors: Chad Stahelski, David Leitch (uncredited)
Writer: Derek Kolstad
Stars: Keanu Reeves, Michael Nyqvist, Alfie Allen
John Wick (2014) সিনেমা টি তে রুদ্ধশ্বাস চিত্রনাট্য আর Keanu Reeves এর অভিনয় আর Action Style আপনাকে তার Fan বানিয়ে তুলবে।
এই সিনেমা টির আর ও ২ টি পর্ব ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে এবং সেগুলি ও একি রকম ভাল, সেগুলি হল যথাক্রমে John Wick: Chapter 2 (2017) ও John Wick: Chapter 3 - Parabellum (2019) এবং একটি পর্ব মুক্তির অপেক্ষায়।
১০. Speed (1994)
Director: Jan de Bont
Writer: Graham Yost
Stars: Keanu Reeves, Dennis Hopper, Sandra Bullock
Speed (1994) সিনেমা তে একটি যাত্রীবাহী বাসে একটি বোমা লাগিয়ে দেওয়া হবে এবং বাস টির গতি কোনোভাবেই ৫০ কিলো মিটার এর নিচে করা যাবেনা, তাহলেই বোমা টি ফেটে যাবে, সেই অবস্থা তে চলন্ত বাস থেকে বাসে আটকে থাকে যাত্রী দের রক্ষা করার একটি রুদ্ধশ্বাস চিত্রনাট্য এর উপর নির্ভর করেই এই সিনেমা টি নির্মিত।
এই সিনেমা টির আর ও একটি পর্ব আছে Speed 2: Cruise Control (1997), কিন্তু এই দ্বিতীয় পর্ব টি আমার একদম ই পছন্দের নয়।
বিঃদ্রঃ - এই প্রতিবেদনে ব্যাবহার কারি প্রতিটি চিত্র www.imdb.com থেকে নেওয়া হয়েছে।
Making Money - Work/Tennis: The Ultimate Guide
ReplyDeleteThe way https://access777.com/ you would expect from betting 토토 사이트 on the tennis matches of tennis is to bet on the หาเงินออนไลน์ player you like most. But you also https://sol.edu.kg/ need a different